শনিবার, ১২ জুলাই, ২০২৫

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

হাসিন আরমান, কুবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ই মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন করেন তারা।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে- আছিয়া আছিয়া’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেয়।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, ‘আমরা শুধু আছিয়ার বিচারের জন্য না বরং এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে সবার শাস্তি চেয়ে এখানে দাঁড়িয়েছি। কুবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত বিচার নিশ্চিত করেন। যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন আমরা যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাবো।’

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আছিয়াসহ সকল ধর্ষিতার বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মসনদে গিয়ে নির্বাচন না দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলতে চাই সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে আছিয়া ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।’

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে কোনো ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। তাই এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার সুষ্ঠু বিচার চাই। দ্রুততম সময়ের মধ্যে আছিয়ার বিচার নিশ্চিত করতে হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ফেনীবাসীর

ফেনী ও পাশ্ববর্তী জেলাগুলোতে ভারতীয় পানি আগ্রাসনের সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে অবিলম্বে সুস্পষ্ট রোড ম্যাপের দাবি জানিয়েছে ঢাকাস্থ ফেনীবাসী...

প্রতিটি হামলায় রাজনৈতিক শেল্টার রয়েছে: রিফাত রশীদ

প্রতিটি হামলার পেছনে রাজনৈতিক শেল্টার রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।পুরান ঢাকার...

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে।আগামী ২৮ ও ২৯ জুলাই...

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি...

সম্পর্কিত নিউজ

বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ফেনীবাসীর

ফেনী ও পাশ্ববর্তী জেলাগুলোতে ভারতীয় পানি আগ্রাসনের সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের...

প্রতিটি হামলায় রাজনৈতিক শেল্টার রয়েছে: রিফাত রশীদ

প্রতিটি হামলার পেছনে রাজনৈতিক শেল্টার রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত...

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক...