এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তা ও গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সোমবার (১০ মার্চ) ফেসবুকে এ অভিযোগ করেন।
রাশেদ খানের অভিযোগ
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, এনসিটিবি বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের নাম। চলতি বছরে পাঠ্যবই ছাপার কাগজের বাজারদরের চেয়ে টনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি নিতে হয়েছে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে ছাপার অনুমতি দেওয়া হয়নি। এভাবে কেবল কাগজ থেকেই ৪০০ কোটি টাকার বেশি কমিশন নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও দাবি করেন, গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর নতুন গঠিত একটি রাজনৈতিক দলের যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন। তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যদি অনুসন্ধান করেন, আরও অনেক তথ্য বের হয়ে আসবে। একজন অপরিচিত মানুষ কেন এত প্রভাবশালী, তা জানার প্রয়োজন আছে।’
গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের প্রতিক্রিয়া
অভিযোগের ব্যাপারে গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর বলেন, ‘আমার কোনো অর্থনৈতিক সংশ্লিষ্টতা নেই। বরং আমি এনসিটিবির পুরোনো সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি। কেউ যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব।’
তিনি আরও বলেন, ‘এটি রাজনৈতিকভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা। রাখাল রাহার সঙ্গে আমাকে জড়ানোও একটি ষড়যন্ত্র হতে পারে। আমি এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই।’