মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারী নির্যাতনের মামলায় কারাগারে এসপি, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা

হযরত আলী, নাটোর জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে আসামি সাবেক এসপি এস এম ফজলুল হক সাংবাদিকদের উপরে হামলা করেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামীকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। এরপর দুপুর ১ টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টর এর রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করেন। এসময় গনমাধ্যমকর্মীরা আসামির ছবি ও ভিডিও ধারণ করার সময় আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন।

এসময় এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরা পার্সন সহ কয়েকজন ক্যামেরা পার্সন আঘাত প্রাপ্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আসামীকে তাৎক্ষণিক ভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। এরপর নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়।

সাংবাদিকরা দাবি করেন— অন্য আসামিদের মত সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এখন টেলিভিশনের ক্যামেরা পার্সন জাহিদুল ইসলাম সুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও নিচ্ছিলাম। এ সময় আসামি আমাদের উপর অতর্কিত হামলা করে ক্যামেরায় ভাঙ্গার চেষ্টাও করে। ক্যামেরা সেভ করতে গিয়ে আমাদের হাতেও আঘাত লাগে।

যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামীর দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যম কর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরা পার্সন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না‌। একজন আসামীকে যেভাবে নেওয়া দরকার সেইভাবে যদি সাবেক এসপিকেও হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হতো তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতেন না।

জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর মোছা. মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার (এসপি) ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন, পরোকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। এর পরে ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়।

বাদি পক্ষের আইনজীবী মুশফিক হাসান বলেন, পুলিশ সুপারের নির্যাতনে ২ কন্যা সন্তান নিয়ে মেহনাজ অসহায় জীবন যাপন করছেন। পুলিশ সুপার ফজলুল হক নাটোর শহরের মোহনপুর এলাকার বাসিন্দা ও তার স্ত্রী মেহনাজ নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা। তবে মেহনাজ রাজশাহী তাহার বোনের বাসায় থাকতেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটের সময় দরজা...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।মঙ্গলবার(১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি...

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি।মঙ্গলবার...

সম্পর্কিত নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ...