অন্য দল চাঁদাবাজি করলেও বিএনপির দোষ হয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, মিডিয়া এবং কিছু ইউটিউবার বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা বিএনপির ৩১ দফা বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
সংস্কারের পাশাপাশি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এখনই কেন নির্বাচন নয়, যেটা পরে করতে হবে সেটা এখনই কেন নয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোন দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা বিএনপিতে নেই এবং হবে না। একথা সব সময় মনে রাখবেন। সুতরাং, কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না।
মির্জা আব্বাস বলেন, বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন দল, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছে কনস্টিটিউশনের ওয়েতে। কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে বুঝাতে হবে বিএনপি ছাড়া এদেশের জনগণের কোনো বন্ধু নেই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বয়ক রফিকুল আলম মজনু ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।