বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাবেক উপাচার্য এবং রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।উপাচার্য বলেন, শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম এবং তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের অবসরকালীন ভাতা (পেনশন) সুবিধা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাবির সাবেক উপাচার্য- রেজিস্ট্রারের পেনশন স্থগিত
জাবি প্রতিনিধি