ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকার স্থানীয়রা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বেলা ২টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এক নাম্বার গেট দিয়ে বেরিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা ‘জায়নবাদ নিপাত যাক; ফিলিস্তিন মুক্তি পাক’, ‘নেতানিয়াহুর দুই গালে; জুতা মারো তালে তালে’, জাতিসংঘের ভণ্ডামি চলবে না; ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দিব না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারী শিক্ষার্থী ইউসুফ আলম বলেন, সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র ইসরাইল শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের শত কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা যুদ্ধাপরাধ করেছে।
আরেক শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে যে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি রয়েছে তা নিয়ে যেন বাংলাদেশ সরকারের দিক থেকে আহ্বান জানানো হয়।