সোশাল মিডিয়ায় এ মুহূর্তে একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা , যেখানে উল্লেখ করা হয় ৩৩ জন বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিজিবি।
বিজিবি সদর দফতর জানিয়েছে, কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের উদ্ধারের সময় একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জনের মৃত্যু সংক্রান্ত ছড়িয়ে খবরটি ভুয়া বলেও দাবি করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাতে বিজিবি সদর দফতরের একজন ঊর্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ওই ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।
তিনি আরও বলেন, বিজিবি নাফ নদীতে ২৪ ঘণ্টা টহল দিয়ে থাকে। এ সময় একটি টহল দল এগিয়ে যায় এবং ২৫ জনকে উদ্ধার করে। টহল দলে কর্মরত একজন বিজিবি সদস্য যার নাম বিল্লাল হাসান তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জন মারা গেছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা অতিরঞ্জিত বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।