শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৩ মার্চ) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে পাঠানো এক চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে। চিঠিটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে তাদের একক বা যৌথ নামে অথবা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোনো ধরনের বা নামের মেয়াদি আমানত হিসাব) ছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাবসহ সব ধরনের হিসাব, লকার বা ভল্ট, ঋণ হিসাব ইত্যাদি থাকলে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে ওইসব হিসাবের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়, উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপর্যুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

এদিকে অপর একটি চিঠিতে বলা হয়েছে, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) বিভিন্ন শাখায় পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন (হিসাবগুলোর সর্বশেষ স্থিতি উল্লেখসহ) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এর আগে গত ২০ মার্চ চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আওয়ামী লীগ টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালে তাদের ক্ষমতার ভাগিদার ছিল জাতীয় পার্টি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে প্রথমে জাতীয় পার্টিকে সংলাপসহ সরকারি বিভিন্ন প্রোগ্রামে ডাকা হলেও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে আখ্যায়িত করে। পরে আর জাতীয় পার্টিকে কোনো সংলাপে ডাকা হয়নি। আওয়ামী লীগের পরই দলটি বর্তমানে রাজনীতিতে কোণঠাসা অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেসসচিব

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম...

এখনো সিন্ডিকেট রয়ে গেছে: বিএনপি নেতা খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর...

যারা আপসে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে ৫ আগস্টকে স্বাধীনতা মনে হয় না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৫-১৬ বছরের শাসনামলে যাঁরা নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাঁরা গত বছরের ৫ আগস্ট...

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাচালান জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। বুধবার (২৬ মার্চ) রাতে বেনাপোল বিওপি, বেনাপোল...

সম্পর্কিত নিউজ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেসসচিব

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত...

এখনো সিন্ডিকেট রয়ে গেছে: বিএনপি নেতা খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে...

যারা আপসে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে ৫ আগস্টকে স্বাধীনতা মনে হয় না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৫-১৬ বছরের শাসনামলে...