মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। রাশিয়া ও ইউক্রেন এবার কৃষ্ণ সাগরে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর উপর সামরিক হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘মস্কো ও কিয়েভ পৃথকভাবে কৃষ্ণ সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে, সংঘাত বন্ধ করতে এবং সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সম্মত হয়েছে।’

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন বছর ধরে চলমান যুদ্ধে এই চুক্তিগুলো একটি বৃহত্তর যুদ্ধবিরতির দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে আংশিক যুদ্ধবিরতি কখন কার্যকর হবে বা কিভাবে এটি বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ শুরু হয়েছে। এই তিন দেশের প্রতিনিধিরা সেখানে অবস্থান করছেন। তবে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসছেন না। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুরো চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মস্কো বলেছে, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যখন কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞাগুলোও অন্তর্ভুক্ত থাকবে এবং গত সপ্তাহ থেকে জ্বালানির উপর আক্রমণের বিরতি কার্যকর ছিল।

ক্রেমলিন বলেছে, ‘কৃষ্ণ সাগর যুদ্ধবিরতি রোসেলখোজব্যাংক এবং খাদ্য ও সারের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম প্রদানের সাথে জড়িত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরে কার্যকর হবে।’

এটি আরো বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই চুক্তি নিয়ে আলোচনা করার পর জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণের ওপর ৩০ দিনের বিরতি ১৮ মার্চ থেকে কার্যকর ছিল। এটি বলেছে, পারস্পরিক সম্মতির মাধ্যমে চুক্তিটি বাড়ানো যেতে পারে।

মঙ্গলবারের চুক্তির কেন্দ্রবিন্দু এই মাসের শুরুতে সৌদি আরবে রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের বিস্তৃত যুদ্ধবিরতির তুলনায় অনেকটাই সংকীর্ণ।

গত সপ্তাহে ট্রাম্পের সাথে পৃথক ফোনালাপের পর, পুতিন ও জেলেনস্কি উভয়ই ৩০ দিনের সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হন এবং একে অপরের অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেন।

তবে কী বিষয়ে একমত হয়েছিল তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। ট্রাম্প-পুতিনের ফোনালাপের পর হোয়াইট হাউস তাদের বিবৃতিতে ‘শক্তি ও অবকাঠামো’র কথা উল্লেখ করা হয়, যেখানে ক্রেমলিন কেবল ‘শক্তি অবকাঠামো’ উল্লেখ করেছিল।

মঙ্গলবার ক্রেমলিন বলেছে, রুশ ও মার্কিন কর্মকর্তারা ‘রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোতে ৩০ দিনের জন্য আক্রমণ বন্ধ করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুলিয়ারচরের দুই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুলিয়ারচরের দুই মোটরবাইকেরমুখোমুখি সংঘর্ষ। নিহত ২ কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা...

৫ লাখ মুসুল্লি নিয়ে কিশোরগঞ্জে শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদের জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ এই জামাত অনুষ্ঠিত হয়। অন্যন্য বছরের...

নাটোরে আতশবাজির আগুনে বাড়িঘর পুড়ে সর্বশান্ত এক পরিবার

ঈদ সবার জন্য হয়তো আনন্দ বয়ে আনে না। কারো জীবনে চলে আসে দুঃখের আঁধার, ঠিক তেমনটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামে। ঈদের আনন্দ...

ঈদের নামাজে এসে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি-আ.লীগ সংঘর্ষ

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা এবং পাল্টা মিছিলের ঘটনা ঘটেছে।...

সম্পর্কিত নিউজ

কুলিয়ারচরের দুই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুলিয়ারচরের দুই মোটরবাইকেরমুখোমুখি সংঘর্ষ। নিহত ২ কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের...

৫ লাখ মুসুল্লি নিয়ে কিশোরগঞ্জে শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদের জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত...

নাটোরে আতশবাজির আগুনে বাড়িঘর পুড়ে সর্বশান্ত এক পরিবার

ঈদ সবার জন্য হয়তো আনন্দ বয়ে আনে না। কারো জীবনে চলে আসে দুঃখের আঁধার,...