মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং – ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।

গতকাল মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশিত হয় যেখানে ‘র’ এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি।

বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজই করা হয়নি, ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ (এনটিটি অফ কনসার্ন) হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতির ‘পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়ন’কে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং ‘তথ্যকে বিকৃত করে পেশ করছে’ তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য।

২০২৩ সালে নিউইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যাচেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং – ‘র’ এর একজন কর্মকর্তা ও দেশটির ছয়জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারো সামনে এনেছে যুক্তরাষ্ট্র ওই সংস্থা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন ওই কমিশনের ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে – কিন্তু আরও একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে।

যেসংস্থা এরকম ‘এজেন্ডা-ভিত্তিক’ দাবি করে থাকে, তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা, সে প্রশ্নও তোলা হয়েছে।

“ইউএসসিআইআরএফ যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত ও বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই – বরং এর পেছনে একটা ইচ্ছাকৃত ডিজাইন আছে”, মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।

ভারত আরও দাবি করেছে, ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা তুলে ধরবে তারা সেটা আশাও করে না।

“১৪০ কোটি মানুষ এই দেশে থাকেন এবং পৃথিবীতে যতগুলো ধর্মের অস্তিত্ব আছে, তার সবগুলোর প্রতিনিধিত্ব এখানে আছে।

কিন্তু ভারতের এই বহুত্ববাদী কাঠামো এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহাবস্থানকে ইউএসসিআইআরএফ স্বীকৃতি দেবে, এটা আমরা কখনও আশাও করি না,” বলা হয়েছে ওই বিবৃতিতে।

সোজা কথায়, রিপোর্টের যেটা মূল বক্তব্য – তার সবগুলোকেই ভারত সরাসরি অস্বীকার করেছে।


শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পুলিশ আর হত্যাকারী বাহিনী হবে না: আইজিপি

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে...

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলার গ্রেফতার

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল...

‘গণহত্যা’ নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যকে সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মে) এ অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের কার্যালয়...

৪ দিনের রিমান্ডে মমতাজ

হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমক চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) ঢাকার...

সম্পর্কিত নিউজ

পুলিশ আর হত্যাকারী বাহিনী হবে না: আইজিপি

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে...

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলার গ্রেফতার

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে...

‘গণহত্যা’ নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যকে সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ...