মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মেয়র হিসেবে শপথ নিবেন কি না, জানালেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

২০২০ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

শপথ নেবেন কি না তা দলীয় সিদ্ধান্ত বলে সাংবাদিকদের জানিয়েছেন ইশরাক হোসেন।

ইসরাক হোসেন বলেন, ‘আজকে আমরা ন্যায়বিচার পেয়েছি এটাই হলো মূল বিষয়। মেয়র হতো পারবো এবং মেয়র পদে কি না এটা সম্পূর্ণ দলীয় বিষয়।’

তিনি জানান, ‘২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দিনে-দুপুরেই ডাকাতি হয়েছে। সে সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে৷’

আদালতের আদেশে, নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

নির্বাচন কমিশন ওই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল।

সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বিয়ের ১৪ তম দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক যুবকের মৃত্য হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া)...

ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত, আহত দুই

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে গণপিটুনিতে দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, করতেতৈল...

ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসলামের

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে দেশে থাকতে না দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী। সোমবার (৩১ মার্চ)...

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালাচল শুরু

ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। একইসঙ্গে সারা দেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। মঙ্গলবার...

সম্পর্কিত নিউজ

বিয়ের ১৪ তম দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হাবিবুর রহমান হাবিব (২২) নামের...

ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত, আহত দুই

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে গণপিটুনিতে দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার...

ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসলামের

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে দেশে থাকতে না দেওয়ার হুমকি দিয়েছেন...