এসএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনী জেলায় ২৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরিদর্শক ও একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলার সকল কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য মতে, এবার ফেনী জেলায় এসএসসি- দাখিল ও সমমানের পরীক্ষার ৩৭টি কেন্দ্রে ২০ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০ হাজার ৩০১ জন। অর্থাৎ প্রথম দিনেই ২৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও ফেনীর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ফেনী সদর উপজেলার মোটবী উচ্চ বিদ্যালয় এর আইসিটি শিক্ষক মো. ইউনুসকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।
এ সময় বিরিঞ্চি হাফেজিয়া নূরীয়া মাদ্রাসার শিক্ষার্থী মফিজুর রহমানকে বহিষ্কার করার আদেশ দেন তিনি।
ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহবুবা মুনমুন বলেন, এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ফেনীর ২২টি কেন্দ্রে ১৪৫১৩ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ১৪৩৩৬ জন। অর্থাৎ ১৭৭ জন অনুপস্থিত ছিল। দাখিলে ৯টি কেন্দ্রে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় ৪৯৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯০৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৯৪ জন শিক্ষার্থী। বহিষ্কার হয়েছেন একজন।
একইভাবে ভোকেশনালে ১০৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১০৬১ জন শিক্ষার্থী উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১২ জন।