মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পিএসএল শুরুর আগেই সেরেনা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে খেলোয়াড় ও অতিথিরা

ক্রীড়া ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার ঠিক আগে ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ওই সময় হোটেলটিতে পিএসএলে অংশ নেওয়া একাধিক দলের বিদেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ অবস্থান করছিলেন, ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেলে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ শুরুর ঠিক আগে আগুন লাগে রাজধানীর অভিজাত ব্লু এরিয়ায় অবস্থিত সাততলা এই হোটেলের সর্বোচ্চ তলায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে হোটেল ত্যাগ করেন খেলোয়াড় ও অতিথিরা।

স্থানীয় টিভি চ্যানেল সামা টিভির খবরে বলা হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও প্রায় ৫০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। রাজধানীর ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির ইমার্জেন্সি বিভাগের পরিচালক জাফর ইকবালের নেতৃত্বে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সময় হোটেলে থাকা সকল অতিথি, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সতর্কতা হিসেবে পুরো হোটেল খালি করে দেওয়া হয় এবং আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

ইসলামাবাদের জেলা প্রশাসন জানায়, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অবকাঠামোগত ত্রুটি থেকেই ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বা এসি ইউনিটের ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—এই ঘটনায় কেউ হতাহত হননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও স্থানীয় প্রশাসন যৌথ বিবৃতিতে জানায়, এটি কোনো ধরনের নাশকতা নয়। তদন্তে ষড়যন্ত্রমূলক কোনো উপাদান মেলেনি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে হোটেল ও স্টেডিয়ামগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

হোটেলটিতে পুনরায় কার্যক্রম শুরুর আগে সম্পূর্ণ নিরাপত্তা পরিদর্শন করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নারীর প্রতিনিধিত্ব ১০০ আসনের প্রস্তাবে বেশির ভাগ দল একমত

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন বহাল রাখার পাশাপাশি নারী প্রতিনিধিত্ব ১০০ আসনে উন্নীত করার প্রস্তাবে বেশির ভাগ দল একমত হলেও সরাসরি...

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে।সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের...

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় বান্ধবীসহ প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে...

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

সম্পর্কিত নিউজ

নারীর প্রতিনিধিত্ব ১০০ আসনের প্রস্তাবে বেশির ভাগ দল একমত

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন বহাল রাখার পাশাপাশি নারী প্রতিনিধিত্ব ১০০...

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী তিন...

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি...