মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফের তৈরি করা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

ঢাবি প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এ মোটিফটি পুড়িয়ে ফেলার পর তা আবারও তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১২ এপ্রিল) রাতে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়—এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।

তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।’

চারুকলা প্রাঙ্গণে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিকৃতিটি দ্রুত তৈরি করতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে আনা হয়েছে, এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিকৃতি গড়ার লক্ষ্যে তারা ককশীটের মতো সহজে ব্যবহারযোগ্য উপাদানের ওপর নির্ভর করছেন।

তবে, এত স্বল্প সময়ে মূল আকৃতির মতো প্রতিকৃতি তৈরি করা সম্ভব কি না—এ নিয়ে সংশয়ও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এক মাস ধরে বানানো একটা কাজ একদিনে তো সম্ভব নয়। তারপরও শিল্পীরা চেষ্টা করছেন। তাদের দক্ষতা ও চেষ্টার ওপর আমরা আস্থাশীল। সময়ই বলবে তারা কী করতে পারে।’

শিল্পীদের এ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শোভাযাত্রার প্রস্তুতি ঘুরে দেখে তিনি বলেন, ‘যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে স্যালুট। ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে শিল্পীদের স্পিরিট ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি এসে দেখলাম, তাদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। দেশবাসীকে আহ্বান জানাই—এবারের শোভাযাত্রায় অংশ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়ে দাঁড়ান।’

এই প্রতিকৃতি নতুন করে নির্মাণের মাধ্যমে শুধু নববর্ষ উদযাপন নয়, বরং তা হয়ে উঠেছে প্রতিবাদের এক প্রতীকী ভাষ্য। শিল্পীরা সময়ের বিরুদ্ধে লড়াই করে আবারও দেখিয়ে দিচ্ছেন—শিল্প কখনো নিভে যায় না।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঢাকা কলেজের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগামী...

লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার দোর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন...

চীনের অর্থায়নে হাসপাতাল ও ৬ লেন সড়ক ঝালকাঠিতে নির্মাণের দাবিতে মানববন্ধন

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে ঝালকাঠির নলছিটিতে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে...

সম্পর্কিত নিউজ

ঢাকা কলেজের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায়...

লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু...

বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার দোর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব প্রধান বেনজীর...