মৌলভীবাজারের বড়লেখায় মাসুম আহমদ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে স্বজন ও স্থানীয়রা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন।
ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল ধরে শনিবার রাত সাড়ে ১১টায় বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।