শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দীর্ঘ পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

হাসিন আরমান, কুবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ বছর পর আবারও বৈশাখী মেলা হতে যাচ্ছে। আগামীকাল (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ও বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে দিনব্যাপী উৎসবের। ২০১৯ সালের পর ২০২০ সালে মহামারি কোভিড-১৯ এর কারণে আয়োজন হয়নি এই উৎসব। পরবর্তীতে ২০২১, ২২, ২৩ এবং ২৪ সালে রোজা এবং ঈদের বন্ধের কারণে আয়োজন হয়নি বৈশাখী মেলার।

দীর্ঘ পাঁচ বছর পর আয়োজিত হতে যাওয়া মেলা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দিনটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে বর্ষবরণ শোভাযাত্রা। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।

দীর্ঘ পাঁচ বছর পর আবারও বৈশাখের আয়োজন নিয়ে বাংলা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাওহীদ হোসেন সানি বলেন, “দীর্ঘদিন পর আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হতে যাচ্ছে। এটি সত্যিই আনন্দের ও আবেগের বিষয়। সর্বশেষ ২০১৯ সালে আমরা বৈশাখের উজ্জ্বল উৎসব একত্রে উপভোগ করেছিলাম। মাঝে কয়েকবছর করোনা ভাইরাসের প্রকোপ এবং পবিত্র মাহে রমজানের কারণের উদযাপন করা সম্ভব হয়নি। পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতি ও বহুমাত্রিক ঐতিহ্যের বহিঃপ্রকাশের এক অনন্য উপলক্ষ।’

সানি বলেন, এদিনটি বাঙালির জীবনে এক বিশেষ সজীবতা ও প্রাণচাঞ্চল্য নিয়ে আসে, যেখানে লোকজ শিল্প, সংগীত, পোশাক, খাদ্য ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে আমরা আমাদের শেকড়কে নতুন করে অনুভব করি।

আইন বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বলেন, “বাঙালির জাতীয় ও সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রধান উৎসব ‘পহেলা বৈশাখ’। প্রাগৈতিহাসিক যুগ থেকে বাংলার আবহমান সংস্কৃতির যে বিকাশ সাধিত হয়েছে তার গুরুত্বপূর্ণ একটি উপাদান বাংলা বর্ষবরণ। কুবিতে আসার পর থেকে শুনে এসেছি ‘পহেলা বৈশাখ’ বা ‘বাংলা  বর্ষবরণ ‘ এখানকার সিগনেচার অনুষ্ঠান। তবে কোভিড ও ঈদের ছুটির কারণে এ পর্যন্ত পহেলা বৈশাখের উৎসব আয়োজন দেখা হয়নি। বিগত ৫-৬ বছর পর এবারই প্রথম বর্ষবরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। আশা করি, উৎসব সুন্দর ও সফলভাবে পরিসমাপ্তি ঘটবে। ‘বাংলা নববর্ষ ‘ উদযাপনের মাধ্যমে ক্যাম্পাসে বেড়ে উঠবে সাংস্কৃতিক ও সম্প্রীতির পরিবেশ।”

এবিষয়ে আয়োজক কমিটির আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘২০১৯ সালের পর করোনা ভাইরাস এবং পরবর্তীতে রোজা ও ঈদের বন্ধের কারণে দীর্ঘদিন পহেলা বৈশাখ বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা সম্ভব হয়নি। এবছর আমরা খুবই অল্প সময়ের মধ্যে বাংলা নতুন বর্ষ বরণের আয়োজন করতে যাচ্ছি। আশাকরি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনেরা এই আয়োজনে উপস্থিত হয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিবেন। আমরা এই আহবানই করছি।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বিঝুতে গিয়ে চবির ৫ শিক্ষার্থী অপহৃত, মুক্তির দাবিতে বিবৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক...

ফেস দ্যা পিপলের অনুসন্ধানী প্রতিবেদনের পর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা...

শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: অ্যাডভোকেট শিশির

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হতাশ না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার...

ইলিয়াস আলীর সন্ধান ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিলো সিলেট বিএনপি

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীসহ গুম...

সম্পর্কিত নিউজ

বিঝুতে গিয়ে চবির ৫ শিক্ষার্থী অপহৃত, মুক্তির দাবিতে বিবৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন...

ফেস দ্যা পিপলের অনুসন্ধানী প্রতিবেদনের পর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক...

শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: অ্যাডভোকেট শিশির

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হতাশ না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির...