শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চাই: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে বিএনপি। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিশ্বে রাষ্ট্র পরিবর্তনের জন্য এমন সংগ্রাম খুব কমই দেখা যায়। অতীতে অনেক বিজয় অর্জিত হলেও তা ধরে রাখতে পারিনি। আমরা চাই পরিবর্তন হোক, চাই উন্নত রাষ্ট্র গঠন হোক। তবে তিনি সতর্ক করে বলেন, ‘খুব বেশি ভালো করার চেষ্টায় যেন মানুষের ভেতরে থাকা পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত না হয়ে যায়।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন যে সুযোগ তৈরি হয়েছে, সেটা কাজে লাগাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার ও কমিশনকে সহযোগিতা করছি। আমরা চাই, বিজয় যেন হাতছাড়া না হয়।’

সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সংস্কার পরিকল্পনা কেবল রাজনৈতিক দাবিতে সীমাবদ্ধ নয়। এটি দলের পক্ষ থেকে একটি দৃঢ় প্রতিশ্রুতি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই সবকিছুর মূলে। তাই জনগণের সম্মতিতেই প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত।’

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যমত্য কমিশনের নিজস্ব ‘জুলাই সনদ’ না থাকলেও, বিএনপির ৩১ দফা রয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এটি তৈরি করা হয়েছে।’

এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা। যার মাধ্যমে দেশে একটি স্থায়ী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি জানান, বিএনপি তাদের সুস্পষ্ট মতামত দিয়েছে, আর কমিশনও তা নিয়ে গঠনমূলক আলোচনা করতে চায়।

আলী রিয়াজ আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির যে ভূমিকা রয়েছে, তা জনগণ জানে। তাদের রাজনৈতিক অবস্থান অনেক ক্ষেত্রেই প্রশংসনীয়।’

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান।

অন্যদিকে ঐক্যমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. ইফতেখারুজ্জামান, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক সফররাজ খান এবং কমিশনের সদস্য-সচিব মনির হায়দার।

বৈঠকে রাষ্ট্রীয় সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনাকে সকলে গঠনমূলক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও পরস্পর সম্মত পথ খুঁজে বের করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা আমেরিকা,  ব্যালন ডি'অর থেকে বিশ্বকাপ সবই পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপ...

ভৈরবে বংশ পরম্পরায় চলে আসা সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দল নেতা, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিজান মিয়া (৩৮)নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হন...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটিতে দ্বি-পাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে...

‘ধর্ষণ আর হত্যার বিচার চাই সাত দিনের মধ্যে’–ইবিতে ন্যায়ের দাবিতে মানববন্ধন

নাটোরে জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ...

সম্পর্কিত নিউজ

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা...

ভৈরবে বংশ পরম্পরায় চলে আসা সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দল নেতা, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিজান মিয়া (৩৮)নামের...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটিতে দ্বি-পাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ...