বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য।
নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো বাংলাদেশ। বিশ্বকাপে জায়গা পেতে হলে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের জিততে হতো খুব দ্রুত। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো মাত্র ১০ কিংবা ১১ ওভারের মধ্যেই।
১০ ওভারে ১৬৭ রান তুলতে পারলে সরাসরি বাংলাদেশের উপরে চলে যেত ক্যারিবীয়রা। এমনকি স্কোর সমান করে যদি শেষদিকে ছক্কা মারতো এবং ১২ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করত, তাহলেও বাংলাদেশকে টপকে যেত তারা।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তা পারেনি। তারা জিতেছে ১০.৫ ওভারে ১৬৮ রান করে। যদিও জয় এসেছে, কিন্তু সেটা যথেষ্ট হয়নি বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য।
ফলে নেট রান রেটে এগিয়ে থাকল বাংলাদেশ।
বাংলাদেশের নেট রান রেট ছিল +০.৬৩৯। আর ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬-এ। এই সামান্য ব্যবধানেই বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ নারী দল।
তাই বলা যায়, কানের পাশ দিয়ে গুলি গেল বাংলাদেশের! একটু এদিক-সেদিক হলেই সুযোগ হারাতে হতো নিগারদের।
এই সাফল্যের মাধ্যমে আবারও বড় মঞ্চে খেলতে চলেছে বাংলাদেশের মেয়েরা। সবার মুখে এখন একটাই কথা— “ভাগ্যও সাহসীদের পক্ষে!”