রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফু-ওয়াং ফুডস কারখানায় বকেয়া পরিশোধ ও প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে। বকেয়া বেতন পরিশোধ, প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদ ও শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কারখানার শ্রমিকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (২০ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে ফু-ওয়াং ফুডস কারখানার মেইন গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিয়া মামুন চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনও পরিশোধ করেননি। শুধু তাই নয়, তিনি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও দাবি করেন শ্রমিকরা।

এক শ্রমিক জানান, “দুই মাসের বেতন পাইনি। বাসায় খাবার নাই। বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছি না। খুব কষ্টে দিন কাটাচ্ছি।”

এক নারী শ্রমিক বলেন, “৮-৯ হাজার টাকা বেতনে সংসার চালানো কঠিন। তার ওপর দুই মাসের বেতন না পেয়ে এখন নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছি।”

মানববন্ধন শেষে শ্রমিকরা সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, মিয়া মামুন অর্থপাচারের সঙ্গে জড়িত। তিনি প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

শ্রমিকরা জানান, রবিবার (২০ এপ্রিল) ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও কারখানার মহাব্যবস্থাপক আমির হোসেন আবারও প্রতারণা করেছেন। এর আগে গাজীপুর শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। উত্তেজনার একপর্যায়ে মহাব্যবস্থাপক আমির হোসেনকে লাঞ্ছিত করা হয়। এরপর ৭ জন শ্রমিক ও ৫ জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ নিয়ে ১৬ এপ্রিল থেকে টানা ৬ দিন ফু-ওয়াং ফুডস কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। সবশেষে ২০ এপ্রিল তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের আহ্বান জানান।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে। এছাড়া ১২ জন কর্মকর্তা-কর্মচারীর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সংস্কার কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাঙালি নারীদের সম্পর্ক নেই

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নির্দিষ্ট মতাদর্শিক আন্দোলনের বয়ানে পরিণত হয়েছে, যার সঙ্গে বাঙালি নারীর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা...

বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন সব একই জিনিস: ফরহাদ মজহার

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি। এটা অন্যায় কাজ...

বেশি বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের ইনু-শাহজাহান

গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান...

ঝালকাঠিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১১...

সম্পর্কিত নিউজ

সংস্কার কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাঙালি নারীদের সম্পর্ক নেই

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নির্দিষ্ট মতাদর্শিক আন্দোলনের বয়ানে পরিণত হয়েছে, যার সঙ্গে বাঙালি নারীর...

বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন সব একই জিনিস: ফরহাদ মজহার

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে...

বেশি বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের ইনু-শাহজাহান

গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে...