প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ মানববন্ধন করে তারা। এসময় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাগম প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”
আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থী বলেন, “অহরহ হত্যা আর ধর্ষণের শিকার এই বাংলাদেশের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি। তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন।”
সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের সেইভাবে পদক্ষেপ দেখছি না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”