সিলেট টেস্টের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনেই ধরাশাই হয়ে পড়ে টাইগার ব্যাটাররা। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ৫৮ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টাইগারদেরকে লিড দিচ্ছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ জিম্বাবুয়ের। তাতে ২২ রানের লিড দিয়েছে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই উইকেট পেয়েছে টাইগাররা। টেস্টে ঘুরে দাঁড়াতে হলে দিনের শুরুতে যেই দাপুটে বোলিং করার দরকার ছিল বাংলাদেশের, নাহিদ রানা সেই দাবিটা মিটিয়েছেন। দিনের তৃতীয় ওভারেই উইকেট এনে দিয়েছেন এই তরুণ স্পিডস্টার।
৫৫ বলে ১৮ রান করা বেন কারেনকে ফিরিয়েছেন দারুণ এক বাউন্সারে , একটু বিরতির পর সবচেয়ে বড় বিষফোড় হয়ে ওঠা ব্রাইন বেনেটকে ফিরিয়েছেন নাহিদই। তার অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করার চেষ্টা করেছিলেন বেনেট। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে। গতকাল বাংলাদেশি পেসারদের ভোগানো জিম্বাবুইয়ান ওপেনার আজ আউট হওয়ার আগে ৬৪ বল খেলে ১০টি চারের মারে ৫৭ রান করেন।
এরপর দায়িত্ব নেন পেসার হাসান মাহমুদ, নিক ওয়েলচেরকে পাঠালেন প্যাভিলিয়নে। হাসানের দুর্দান্ত ইনসুইং বল ওয়েলচেরের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প উপড়ে দিয়েছে। বিনা উইকেটে ৬৭ জিম্বাবুয়ে তৃতীয় উইকেট হারায় ৮৮ রানের মাথায়। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়াম প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন।
তবে আরভিনকে বেশিদূর এগুতে দেননি সেই নাহিদ রানাই। মধ্যাহ্ন বিরতির আগে নাহিদের ব্যাক অফ আ লেন্থ ডেলিভারি আরভিনের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে জমা পরে। পরে রিউভ নিয়ে আরভিনের উইকেট পায় বাংলাদেশ। সেখানেই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেন আম্পায়ার। ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে।
মধ্যাহ্ন বিরতি থেকে এসে ওয়েসলি মাধভেরে ও শন উইলিয়ামসের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। এই দুইজনের ব্যাটে ৪৮ রানে জুটি পায় জিম্বাবুয়ে। তবে জুটি বেশিক্ষণ বড় করতে দেননি খালেদ আহমেদ। তার বলে ইনসুইং হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধভেরে। যাওয়ার আগে ২৪ রান করেন তিনি। এরপর ৫৯ রান করে মেহেদি হাসান মিয়াজের বলে দ্রুত ফিরেন সঙ্গী দেওয়া উইলিয়ামও।