ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সূত্রে এই তথ্য জানা যায়।
চিঠি থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই ১০ জনের এনআইডি লক করা হয়।
যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন— শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া শেখ পরিবারের ব্যাংক হিসাবও বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।
ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি নানা কারণে লক করা হয়। লক করার পর এনআইডি যাচাই-বাছাই করা যায় না। এছাড়া যে এনআইডি লক করা হবে সেটা আর কেউ ব্যবহার করতে পারবে না। মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলেও তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়ে থাকে।
এই কর্মকর্তা বলেন, অনেক সময় ভিভিআইপিদের অনুরোধও কোনো কোনো সময় নিরাপত্তা নিশ্চিতে এনআইডি লক করা হয়। আবার তাদের অনুরোধে তা খুলে দেওয়া হয়। তবে এনআইডি লকের সঙ্গে নির্বাচনে ভোট দেওয়া বা প্রার্থীর হওয়ার সঙ্গে সম্পর্ক থাকে না।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আবেদনও জানিয়েছে।