রাজধানীর ধানমন্ডি এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিদের হামলায় ঢাকা কলেজের ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টা ৪৫ মিনিট ধানমন্ডি নয় নম্বর সড়কের আশেপাশে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুরুতর আহত হওয়া শিক্ষার্থীর নাম মো. মাসফিয়া (১৭), তিনি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী। ঘটনার সময় তিনি কলেজ সংলগ্ন এলাকায় সায়েন্সল্যাবের ওভারব্রিজের নিচে বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মাশফিয়াকে বেধড়ক মারধর করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় তার মাথা, নাক, চোঠ ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আহত অবস্থায় মাশফিয়াকে উদ্ধার করে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে।
হামলায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) তারেক লতিফ বলেন, ‘আমরা অলরেডি সিসিটিভি ফুটেজ দেখেছি। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে দেখা গেল ওরা তিন থেকে চারজন ঢাকা কলেজ শিক্ষার্থীকে মেরে চলে গেছে। আমরা অন্যান্য সিসিটিভি ফুটেজ থেকে চেহারা দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এরপরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরবর্তী সময় থেকে অপরাধীদের ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি।’