বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৭৬ জন। এর মধ্যে উপস্থিতির হার ৯৬.৭ শতাংশ।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং পরিবেশ অনেক ভালো ছিল। শিক্ষকরা অত্যন্ত সহায়ক ছিল।
এছাড়া আমাদের পরীক্ষার সিট খুঁজে পেতে বিএনসিসি সেনা ও নৌ শাখা অনেক সহায়ক ভূমিকা পালন করেছে।
পরীক্ষার সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।