আগামীবছর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কে কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. হায়দার আলী।
শুক্রবার (২৫ এপ্রিল) ‘বি’ ইউনিটের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা জানান।
উপাচার্য বলেন, ‘একটি জিনিস লক্ষ্য করলাম, আমরা খুব সহজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রাখতে পারতাম তাহলে শিক্ষার্থীদের অনেক উপকার হতো। আমরা যদি আগামী বছরও এভাবে পরীক্ষা নিই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট বিন্যাস রাখব।’
উল্লেখ্য, এবছর ‘এ’ ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল এবং কলেজে অনুষ্ঠিত হয়েছে।