রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর বিসিবির, যা বললেন ফারুক

ক্রীড়া প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের কারণে এমনিতেই চাপে আছে বিসিবি। তার ওপর নতুন করে বিসিবির ফিক্সড ডিপোজিটের টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। জানা গেছে, ১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি। যা নিয়ে গত দুদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। এই অবস্থায় মুখ খুলেছেন বিসিবিপ্রধান।


বোর্ড পরিচালক হওয়ার পর থেকেই অন্য পরিচালকদের সঙ্গে দূরত্ব, বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রির টাকা, ডিপিএলে বিতর্কিত কাণ্ড, দর্শকদের ক্ষোভ, দলের বাজে পারফরম্যান্স সবমিলিয়ে বেশ চাপেই আছেন ফারুক। এবার তার বিরুদ্ধে ফিক্সড ডিপোজিটের টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি গণমাধ্যমের প্রতিবেদনে।

যেখানে বলা হয়েছে, ফিক্সড ডিপোজিট হিসেবে ১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি।

তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট অনুযায়ী এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডেরই। প্রথম ধাপে, আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে ১২ কোটি টাকা সরিয়ে নেয়া হয়েছে মধুমতী ব্যাংকে। তবে ঐ দুই ব্যাংকের চেয়ে মধুমতী ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায়, আয় বাড়বে বিসিবির।

দ্বিতীয় ধাপে নেয়া হয়েছে আরো ১০ কোটি, এবারো একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরো বেশ কয়েক ধাপে, কখনো হলুদ, কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন ১৪ ব্যাংকে নেয়া হয়েছে মোট ২৫০ কোটি টাকা।


এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে স্পন্সরশিপ। এ ছাড়াও আছে ২৫ কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাবার কমিটমেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরো একটি গুঞ্জন, বোর্ড পরিচালকদের অনুমতি ছাড়া একাই টাকা সরিয়ে নিয়েছেন ফারুক। তবে এই গুঞ্জনও সত্যি নয়। মূলত বিসিবির ফাইনান্স কমিটির প্রধান ও আরো একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি সেই গণমাধ্যমকে বলেন, ‘২৩৮ কোটি টাকা। আমি কোথাও সাইন করি না। টাকাগুলো যে গেছে ওখানে, একটা নিউজ আসছে কেউ জানে না এটা হলো ওটার অ্যানসার। আর এখানে সবগুলা ২-৫% বেশি ইন্টারেস্ট রেটে দেয়া হয়েছে।’

টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার পেছনে যুক্তি দেখিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘রেড জোন থেকে গ্রিন আর ইয়োলো জোনের ব্যাংকে নিয়ে গেছি টাকা। স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকে আছে ১২ কোটি টাকা। মোট আড়াইশ কোটি। এদের থেকে আমি স্পন্সর পেয়েছি ১২ কোটি টাকার কাছাকাছি, আর প্রতিশ্রুতি পেয়েছি আরও ২৫ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার বানায় দিবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইরানের বন্দরে বিশাল বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ৫৬১

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনায় সবশেষ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত কমপক্ষে...

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিলেন সাকিব, চিকিৎসার অভাবে ৮ মাস পর হারিয়েছে চোখ

আগস্টের ৪ তারিখ, আন্দোলনে উত্তাল পুরো দেশ। চারদিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পেটুয়াবাহিনী অনবরত চালিয়ে যাচ্ছিলো আক্রমণ, হামলা, গুলি। সেই উত্তাল সময়ে ফেনীর...

সংবাদ প্রকাশের জেরে জাবির সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক সৈকত ইসলামকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। শনিবার (২৬ এপ্রিল) বাগছাসের...

তামিম ও বিসিবি সভাপতি ফারুকের ‘উত্তপ্ত বাক্যবিনিময়’

গ্রীষ্মের তপ্তদাহে উত্তপ্ত নগরী, সেই উত্তাপ যেন ছড়িয়েছে ক্রিকেটা পাড়াতেও। মিরপুর স্টেডিয়ামের ভেতরে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মূলত, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ডেশিং ওপেনার...

সম্পর্কিত নিউজ

ইরানের বন্দরে বিশাল বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ৫৬১

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনায় সবশেষ ৪...

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিলেন সাকিব, চিকিৎসার অভাবে ৮ মাস পর হারিয়েছে চোখ

আগস্টের ৪ তারিখ, আন্দোলনে উত্তাল পুরো দেশ। চারদিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পেটুয়াবাহিনী...

সংবাদ প্রকাশের জেরে জাবির সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক সৈকত ইসলামকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র...