কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফার্মের মোড় এলাকার রাস্তার পাশের ময়লার স্তুপের মধ্যে একটি মিষ্টির বক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মিষ্টির প্যাকেটে মোড়ানো বাক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে মোবাইল ফোনে খবর আসে ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সে ভিতর থেকে একটি ছেলে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।
ধারণা করা হচ্ছে, নবজাতক শিশুটিকে পরিপূর্ণ হওয়ার আগেই এই নবজাতকের পরিবারের কেউ না কেউ এই জঘন্য কাজটি করে মিষ্টির বক্সে মৃতদেহটি ফেলে রেখে যায়।
এ বিষয়ে সদর থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। অপরাধীকে চিহ্নিত করতে পুলিশ মাঠে কাজ করছে।