চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩ টার দিকে নাচোল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষি রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারকসহ সাতজনের একটি দল।
আমবাগান পরিদর্শনে এসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করেন। এছাড়া চলতি বছরে এ জেলার আম চীনে রপ্তানির আশ্বাসও দিয়েছেন। এমনকি আম প্রক্রিয়াজাতকরণে চীন বিনিয়োগ করবে বলেও জানান ইয়াও ওয়েন।
আমচাষি রফিকুল ইসলাম বলেন, আমরা আমের দাম নিয়ে শঙ্কিত থাকি। সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা নায্য দাম পাবো। এমনকি স্থানীয় বাজারে আমের চাহিদা বাড়বে। চীনে আম রপ্তানি হলে চাঙা হবে জেলার আম ভিত্তিক অর্থনীতি। লাভবান হবেন চাষিরা।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম বলেন, সরাসরি চীনা রাষ্ট্রদূত নাচোলের আমবাগান পরিদর্শন করেছেন। পরিদর্শনে এসে চীনে আম রপ্তানির কথা বলেছেন। তাদের আমাদের এখানকার আমবাগান পছন্দ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে। এর বাইরে এক হাজার ৭৯২ হেক্টর জমিতে রয়েছে বারোমাসি কাটিমন আমের বাগান ।