বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ইবিতে সেন্ট্রাল ল্যাব ফি নিয়ে ধোঁয়াশা, আসছে নতুন সিদ্ধান্ত 

-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্প্রতি ‘ল্যাব পরিষেবা নীতি’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বর্ণিত ল্যাবের যন্ত্রপাতি ব্যাবহারে ফি নির্ধারণ সংক্রান্ত অংশ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে আগামী ৬ মে টেকনিক্যাল কমিটির মিটিংয়ে এ নিয়ে পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সেন্ট্রাল ল্যাব পরিচালক। আপাতত পর্যন্ত ল্যাব ব্যবহারে ফি সংক্রান্ত নির্দেশনা স্থগিত করা হয়েছে।

গত ২১ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ল্যাব পরিষেবা নীতি’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ছয় পৃষ্ঠার এ বিজ্ঞপ্তির তৃতীয় পৃষ্ঠায় পঞ্চম অনুচ্ছেদে (নমিনাল সার্ভিস চার্জ) ল্যাবের যন্ত্রপাতি ব্যবহারে নির্ধারিত ফি বর্ণনা করা হয়। 

এতে গ্যাস ক্রোমাটোগ্রাফি (Thermo Scientific Gas Chromatography) প্রতি নমুনার জন্য A ক্যাটাগরিতে ২০০০ টাকা, B ক্যাটাগরিতে ৪০০০ টাকা এবং C ক্যাটাগরিতে ৫০০০ টাকা ধার্য করা হয়েছে।

হাই-পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (HPLC) প্রতি নমুনার জন্য A ক্যাটাগরিতে ২০০০ টাকা, B ক্যাটাগরিতে ৪০০০ টাকা এবং C ক্যাটাগরিতে ৫০০০ টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। 

GC-MS বিশ্লেষণের জন্য প্রতি নমুনায় A ক্যাটাগরিতে ২৫০০ টাকা, B ক্যাটাগরিতে ৪৫০০ টাকা এবং C ক্যাটাগরিতে ৫০০০ টাকা ফি নির্ধারিত।

অ্যাটমিক অ্যাবসার্পশন স্পেকট্রোফোটোমেট্রি (AAS) প্রতি উপাদানের জন্য A ক্যাটাগরিতে ২৫০ টাকা, B ক্যাটাগরিতে ৩৫০ টাকা এবং C ক্যাটাগরিতে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ ব্যবহার করলে প্রতি নমুনার জন্য A ক্যাটাগরিতে ২০০০ টাকা, B ক্যাটাগরিতে ৩০০০ টাকা এবং C ক্যাটাগরিতে ৪০০০ টাকা ফি ধার্য করা হয়।

ডিজিটাল ইনকিউবেটর ও ওভেন ব্যবহারের জন্য প্রতি ঘণ্টায় A ক্যাটাগরিতে ৫০ টাকা, B ক্যাটাগরিতে ১০০ টাকা এবং C ক্যাটাগরিতে ১৫০ টাকা ফি নির্ধারিত।

TOC মেশিন ব্যবহারের ক্ষেত্রে প্রতি নমুনার জন্য A ক্যাটাগরিতে ৫০০ টাকা, B ক্যাটাগরিতে ১০০০ টাকা এবং C ক্যাটাগরিতে ২০০০ টাকা ফি ধার্য রয়েছে।

থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইজার ব্যবহারের জন্য প্রতি নমুনায় A ক্যাটাগরিতে ৫০০ টাকা, B ক্যাটাগরিতে ১০০০ টাকা এবং C ক্যাটাগরিতে ২০০০ টাকা ফি নির্ধারিত।

RT-PCR বিশ্লেষণের জন্য প্রতি নমুনায় A ক্যাটাগরিতে ২৫০ টাকা, B ক্যাটাগরিতে ৫০০ টাকা এবং C ক্যাটাগরিতে ১০০০ টাকা ফি ধার্য করা হয়।

তবে এ ফি যে তিনটি ক্যাটাগরিতে প্রযোজ্য হবে তারা হলেন- ক্যাটাগরি A: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এম.এসসি./এম.ফিল./পিএইচডি করা শিক্ষার্থীদের জন্য।ক্যাটাগরি B: ইবির শিক্ষক/গবেষকদের স্থানীয় বা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পের নমুনার জন্য এবং ক্যাটাগরি C: বহিরাগত জনগণ/বেসরকারি প্রতিষ্ঠান/ব্যক্তি এবং অন্যান্যদের বিশ্লেষণমূলক পরিষেবার জন্য।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ ফি নিয়ে শিক্ষার্থীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, এ ফি শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব না। অনেকেই বলছেন, এটি শিক্ষার্থীদের গবেষণাবিমুখ করবে। কিন্তু পরিষেবার ক্যারাগরিতে শিক্ষার্থীদের নাম উল্লেখ নাই, তবুও কেন তাদের এত সমালোচনা- প্রশ্ন একাংশের! 

এদিকে মঙ্গলবার (২৯ এপ্রিল) সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় যেখানে ‘ল্যাব পরিষেবা নীতি’ এর নমিনাল সার্ভিস চার্জ অংশ ৬ মে পর্যন্ত স্থগিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘বিভাগগুলোতে আলাদা ল্যাব আছে। সেখানে শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক কাজে প্রয়োজনীয় ল্যাব করতে পারবে। সেন্ট্রাল ল্যাব হলো একটি বিশেষায়িত ল্যাব যেখানে বিশেষ ধরনের গবেষণার কাজ করা হয়ে থাকে। একজন ১ম, ২য় কিংবা ৩য় বর্ষের শিক্ষার্থীর সচরাচর সেন্ট্রাল ল্যাবের প্রয়োজন হয় না। সেন্ট্রাল ল্যাবের প্রয়োজন হয় পিএইচডি, মাস্টার্স কিংবা এমফিল শিক্ষার্থীদের। তাদের জন্য এই চার্জটা প্রযোজ্য। এক্ষেত্রে যেসকল শিক্ষার্থীরা সমালোচনা করছে তারা আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি। আমার সাথে আলোচনা করলে হয়তো আমি তাদের বুঝিয়ে বলতে পারতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করার আগে কারোর উচিত আগে একটু কর্তৃপক্ষের কাছে জেনে-শুনে যাচাই করে নেয়া।’

টেকনিক্যাল কমিটির মিটিং পর্যন্ত ফি স্থগিত করার কারণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে কিছু যন্ত্রপাতি ব্যবহারে ফি একটু বেশি ধরা হয়েছে। এটি আমাদের নজর এড়িয়ে গিয়েছিল। এটি সংশোধন করার জন্য আমরা ৬ তারিখ পর্যন্ত এটি স্থগিত করেছি। আশা করি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়া হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী...

ইবিতে জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে পিটুনি

ছাত্রলীগের কার্যালয় ভাঙ্গার পর জুলাই আন্দোনকারীদের দুবৃত্ত আখ্যা দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক ওয়াসিফ আল আবরারকে মারধর করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে কলেজে...

এনসিপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করলেন রিদওয়ান হাসান

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুহাম্মদ রিদওয়ান হাসান মুহাম্মদ রিদওয়ান হাসান। আলেম সমাজের প্রত্যাশা...

মামলা প্রত্যাহার ও চার দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের দায়ের করা মামলা প্রত্যাহার ও চার দফা দাবিতে ঢাকা- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে একদল...

সম্পর্কিত নিউজ

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ...

ইবিতে জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে পিটুনি

ছাত্রলীগের কার্যালয় ভাঙ্গার পর জুলাই আন্দোনকারীদের দুবৃত্ত আখ্যা দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক...

এনসিপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করলেন রিদওয়ান হাসান

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাধারণ আলেম সমাজের...