সোমবার, ৫ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আজিজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

-বিজ্ঞাপণ-spot_img

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামের সংঘর্ষে বাড্ডা গ্রামের নিহত মুন্সী আব্দুল আজিজের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেন তারা।

সোমবার (৫ মে) উপজেলার জল্লী গ্রামের মোড় থেকে জীবনগঞ্জ বাজার ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করে সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান তুলে শিশু থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ। অংশ নেয় শিক্ষার্থীরাও।

পরে করা হয় মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন বয়স্ক মানুষকে প্রকাশ্য দিবালোকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানবতার চরম হিংস্র রূপ দেখা গেছে এই হত্যাকাণ্ডে। কোনো মানুষ এভাবে কাউকে হত্যা করতে পারে না। এই নির্মম হত্যার বিচার না হলে অপরাধীরা আবারও তা করে বেড়াবে, তাদের স্বভাবই মানুষ হত্যা করা।

তারা অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের লোককে হত্যা করা হয়েছে, আবার আমাদেরই নির্বাসনে থাকতে হয়, পালিয়ে বেড়াতে হচ্ছে। জীবনের নিরাপত্তা নেই। এভাবে কত দিন চলবে? অতিদ্রুত এর সুষ্ঠু বিচার চাই আমরা। হত্যাকারীদের ফাঁসি চাই।

মানববন্ধনের ব্যানারে লায়ন হাসান, মোস্তাক আহমেদ উজ্জ্বল, আশিকুর রহমান সোহেল, নূর হোসেন, রিগান আহমেদ, মজিবুর রহমানের ছবি যুক্ত করে তাদের আসামি হিসেবে চিহ্নিত করে ফাঁসির দাবি তুলেন। তাদের নামে মামলা হলেও এখনো কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ করেন মানববন্ধকারীরা।

অতি দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় না আনলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, মিজান ব্যাপারী, খাদেম আলী, মোস্তাক মিয়া, রেহেনা খাতুন, সানজিদা আক্তার, রুবেল মিয়া, সাঈদ, আতিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে তর্ক হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।


এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হয়। এসময় আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন  তাকে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নারীর প্রতি অবমাননা, হেফাজতকে ৬ নারীর লিগ্যাল নোটিশ

জনপরিসরে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন সাংস্কৃতিক নারী ব্যক্তিত্ব। সোমবার (৫ মে) দুপুরে...

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাত্র জমিয়ত বাংলাদেশ

বাংলাদেশের নিরীহ আলেমদের কাছে ২০১৩ সালের ৫ মে রাত এক ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে। রাতের আধাঁরে আলো নিভিয়ে শাপলা চত্বরে চালানো হয়েছিল নির্মম...

গাজীপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২

গাজীপুরে অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জয়দেবপুর থানার সদর ফাঁড়ির পুলিশ। সোমবার (৫ মে)...

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন

জেলা প্রতিনিধি নাটোর। নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে একজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৫ মে) বেলা এগারোটার দিকে উপজেলার...

সম্পর্কিত নিউজ

নারীর প্রতি অবমাননা, হেফাজতকে ৬ নারীর লিগ্যাল নোটিশ

জনপরিসরে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন...

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাত্র জমিয়ত বাংলাদেশ

বাংলাদেশের নিরীহ আলেমদের কাছে ২০১৩ সালের ৫ মে রাত এক ভয়াবহ স্মৃতি হয়ে...

গাজীপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২

গাজীপুরে অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ একটি...