শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলসহ কমিশন পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস।

বৃহস্পতিবার (০৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা’ প্রণয়নের জন্য ইসলামিক স্কলারদের নেতৃত্বে সব ধর্মের প্রতিনিধির সমন্বয়ে নতুন নারী সংস্কার কমিশন গঠনের দাবি জানান।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আরা খানম বলেন, নারী কমিশনের চেয়ারম্যান স্পষ্ট বলেছেন তিনি কোন মুসলিম নারী স্কলারকে সংস্কারকাজে সহায়তা করার প্রয়োজনীয়তা মনে করেননি! তাহলে এই সংস্কার কার জন্য, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, নারী সমাজ এই সংস্কার সুপারিশ প্রত্যাখান করছে। অনতিবিলম্বে নতুন কমিশন গঠন করে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা করতে হবে। তিনি নারী সংস্কার কমিশনের ১০ সদস্যকে তাদের মা-বোন ও কন্যাকে নিয়ে যৌন শ্রমিক হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, দেখুন যৌন শ্রমিক হিসেবে আপনি বেশি মর্যাদাশীল নাকি একজন নারী হিসেবে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী। অবশ্যই একজন নারী পতিতালয়ে গিয়ে লাঞ্ছিত ও অপমানিত এবং জুলুমের শিকার হয়। নারী বিষয়ক কমিশন, পাবর্ত্য চট্টগ্রামের সীমানা ও নাম পরিবর্তনের প্রস্তাব করে কমিশনের মূল দায়িত্ব থেকে সরে রাষ্ট্র বিরোধী কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, নারী সংস্কার কমিশনের কাজ রাষ্ট্রের সীমানা নির্ধারনের নামে বিভাজন সৃষ্টি করা নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহীন আরা আনওয়ারী বলেন, যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পুরো সমাজের অধিবাসীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা। গনোরিয়া, সিলবিস, এইডসের মতো ভয়াবহ ব্যাধী মারাত্মক রূপ ধারণ করবে। নৈতিকতার অবজ্ঞা ঘটবে। তাই তিনি বিজ্ঞানময় কুরআনের নীতিমালায় নারী সংস্কার নীতিমালা প্রণয়নের দাবি জানান।

‘যৌনকর্ম নয়তো পেশা, সে-তো সমাজ নষ্টের নেশা’ স্লোগানে নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখান করে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সম্মিলিত নারী প্রয়াসের সহকারী সেক্রেটারি সাহেল মোস্তারী, সম্মিলিত নারী প্রয়াসের সদস্য তাহমিনা আক্তার সুরমা, নুসরাত জাহান লিজা, হেলেনা আক্তার লাকি, নাদিয়া বিনতে মাহতাব প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. শামীমা তাসনিম বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ হচ্ছে পুরুষকে নারীর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো। অথচ পুরুষ নারীর প্রতিপক্ষ নয়, নারী পুরুষের পরিপূরক। কোন ধর্ম নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেনি বরং নারীকে সম্মানিত ও মর্যাদাশীল করেছে। ইসলাম নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদার দায়িত্ব পুরুষের উপর দিয়ে নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে।

ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোন পন্থায় নারী সংস্কার নীতিমালা করা হলে সেটা নারীদের জন্য কল্যাণকর হবে না। বরং সমাজে অপরাধ প্রবনতা বাড়বে, নৈতিকতার অবজ্ঞা ঘটবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: মায়েদ

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাকসুর প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।শনিবার (৬...

পটুয়াখালীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি চরবিশ্বাস...

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে গিয়ে ৫ জন নিহত...

মায়ের জমি দখল করলেন সন্তান,  দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন মা

জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বৃদ্ধা মেহেরুন নেছা তার বৈধ জমি দখল, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দুই ছেলে চিত্রশিল্পী...

সম্পর্কিত নিউজ

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: মায়েদ

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাকসুর প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন...

পটুয়াখালীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট...

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস...