সোমবার, ১২ মে, ২০২৫

ববি ভিসির পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম, দাবি না মানলে দক্ষিণবঙ্গ ব্লকেডের ডাক

ববি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গ ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের সংহতি সমাবেশ থেকে থেকে এই ব্লকেড কর্মসূচির ঘোষণা আসে। এদিন সমাবেশ শেষে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে কর্মসূচি হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ ২৮তম দিনে ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন অভিযোগ করে বলেন, বারবার রাষ্ট্রপক্ষকে জানানোর পরেও কোনো সাড়া মেলেনি। যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। আগামীকাল দুপুর ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্য শুচিতা শরমিনকে অপসারণ করা না হয়, তবে তারা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, “আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেননি। আগামীকাল ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।”

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি।”

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের কারণে কেউই ভালো নেই। এই ফ্যাসিস্ট মনোভাবের স্বৈরাচারী ভিসি যদি বহাল থাকেন, তাহলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়কে রক্ষার স্বার্থে আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে আছি।”

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ক্লাস বর্জন করেন। তবে পরীক্ষাসমূহ ও বিভিন্ন জরুরী সেবা চলমান ছিল।

এনামুল_হোসেন

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ আফগানিস্তানে

আফগানিস্থানে দাবা খেলা নিষিদ্ধ ঘোষোণা করেছে তালেবান সরকার। দেশটির এক ক্রীড়া কর্মকর্তার বরাতে জানানো হয় দাবা খেলা জুয়ার উৎস হওয়ায় তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে...

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয় : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে। এখন বিজয়ের লক্ষ্য পূরণে সবার...

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে...

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

ছাত্র ও জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১২ মে) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই...

সম্পর্কিত নিউজ

অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ আফগানিস্তানে

আফগানিস্থানে দাবা খেলা নিষিদ্ধ ঘোষোণা করেছে তালেবান সরকার। দেশটির এক ক্রীড়া কর্মকর্তার বরাতে জানানো...

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয় : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে...

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর...