বুধবার, ১৪ মে, ২০২৫

আর্জেন্টাইন ১৫ হাজার সমর্থক নিষিদ্ধ  হচ্ছেন ক্লাব বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

আর্জেন্টাইনদের কাছে ফুটবল এক আবেগের নাম।হোক সেটি জাতীয় পর্যায়ের কিংবা ক্লাবের। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম থাকে কাঁনায় কাঁনায় পরিপূর্ণ। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সেই উন্মাদনা বেড়েছে আরও কয়েকগুণ। 

তবে এবার দেশটির ফুটবলপ্রেমীদের জন্য নেমে আসল এক দুঃখের সংবাদ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থকের ওপর।

যদিও এই নিষেধাজ্ঞা  আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কিংবা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে দেওয়া হয়নি।  বরং এই ১৫ হাজার সমর্থকদের ‘উগ্র ফুটবল সমর্থক’ হিসেবে চিহ্নিত করেন আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী  পাত্রিসিয়া বুলরিচ, এরপর এই তালিকা বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে তিনি নিজেই পাঠান। যার ফলে স্টেডিয়ামে বসে খেলা দেখা হবে না এই তালিকায় থাকা সমর্থকদের।

এবারের ক্লাব বিশ্বকাপ প্রথমবারের মতো হবে যুক্তরাষ্ট্রে। যেখানে থাকবে নতুনত্বের ছোয়া। ভেন্যু থাকবে মোট ১২ টি।

 আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই নতুন সম্প্রসারিত টুর্নামেন্টে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট অংশগ্রহণ করবে। পাশাপাশি বিশ্বের ৩০টি অন্যান্য বড় দল অংশগ্রহণ করবে। যে কারণে ধরনা করা হচ্ছিল আর্জেন্টাইন এই দুটি ক্লাবের উগ্র সমর্থকরাও সেখানে খেলা দেখতে হাজির হবেন। আর সেখানেও উগ্রতা করতে পারেন তারা।

১৫ হাজার সমর্থকদের নিষেধাজ্ঞার বিষয়ে বুলরিচ বলেন, ‘তালিকায় ১৫,০০০ জনেরও বেশি লোক রয়েছে যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো অপরাধ করেছে এমন কোনো হিংস্র ব্যক্তি এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।’

আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ ব্যক্তিদের সনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ‘ত্রিবুনা সেগুরা’ পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এছাড়া তিনি আরও বলেন, ‘এই সরকারের শুরুর থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ‘ত্রিবুনা সেগুরা।’ এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ববির উপাচার্যের পদ থেকে ড. শুচিতা শরমিনকে অপসারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

ভৈরবে আ. লীগের কার্যালয়কে জামে মসজিদে রূপান্তর, জোহরের নামাজ আদায়

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজার এলাকায় হলুদ-পট্টিতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয়...

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এমনটা জানান।...

নারীবিদ্বেষী আচরণের অভিযোগে নোবিপ্রবির সহ-সমন্বয়ককে বয়কটের ডাক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহ-সমন্বয়ক এবং বৈছাআ নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্তকে সামাজিক ও একাডেমিক কার্যক্রম থেকে বয়কটের...

সম্পর্কিত নিউজ

ববির উপাচার্যের পদ থেকে ড. শুচিতা শরমিনকে অপসারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের...

ভৈরবে আ. লীগের কার্যালয়কে জামে মসজিদে রূপান্তর, জোহরের নামাজ আদায়

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজার এলাকায়...

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক...