ঝিনাইদহে নির্বাচনের পর সৃষ্ট সহিংসতায় বরুন কুমার ঘোষ (৪৫) নামে নৌকার এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহ শহরের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরুন কুমার ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন ঘোষের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য ছিলেন।
নিহতের স্বজনদের দাবি, বরুন ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-সদর একাংশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর পক্ষে নির্বাচন করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর (ঈগল প্রতীক) লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে।
আওয়ামী লীগের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী বলেন, বরুণ নৌকার কর্মী ছিলেন। তিনি ভোটের আগে তাঁর (তাহজীব) কাছে এসে জানিয়েছিলেন, একটি বিশেষ মহল তাঁকে নৌকার ভোট না করতে হুমকি-ধমকি দিচ্ছে। তখন তিনি তাঁকে আশ্বস্ত করেছিলেন, নৌকার সমর্থন করলে বা শেখ হাসিনার দল করলে কোনো ভয় নেই। এরপর এই হত্যার ঘটনা ঘটল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বরুন কুমার ঘোষ বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত হামলা করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, শহরের হামদহ এলাকার ঘোষপাড়ায় বরুণ নামের এক ব্যক্তি খুন হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।