বুধবার, ১৪ মে, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনূস নিজেই, যিনি একইসঙ্গে সমাবর্তন বক্তার আসনও অলঙ্কৃত করেন। অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, “একজন শিক্ষার্থী শুধু একটি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করবে না, বরং সমাজকে বদলানোর স্বপ্ন নিয়েও এগিয়ে যাবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তনে অংশ নিয়েছেন মোট ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংখ্যা। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হওয়া এই সমাবর্তন ঘিরে ছিলো ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সজ্জিত হয় বর্ণিল সাজে এবং সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ।

এদিন ২২ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের স্বাক্ষরিত সনদ হাতে পান।

অনুষ্ঠানে শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বক্তব্য রাখেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং দেশের উচ্চশিক্ষা খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।

ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে সমাবর্তনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্তর্বর্তী সরকারের আরও কয়েকজন উপদেষ্টা। তারা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই সমাবর্তন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবিড় প্রস্তুতি গ্রহণ করে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সোহরাওয়ার্দী উদ্যান যেন মাদকসেবীদের স্বর্গরাজ্য

এক সময় এই স্থান ছিল ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব। পরে পরিণত হয়, দেশের জাতীয় ইতিহাসের গর্বিত স্মৃতিচিহ্নে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, এই উদ্যানেই পাকিস্তানি...

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৪ মে)  দুপুর ২টা ১৮ মিনিটে চবির পঞ্চম সমাবর্তনে...

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত 

সোহরাওয়ার্দী  উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এফ রহমান হলের ছাত্রদল নেতা  শাহরিয়ার আলম সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয়...

জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জ, আহত ৫০

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে দাবি-দাওয়া নিয়ে আগানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ পুলিশের বাধায় আটকে গেছে। রাজধানীর কাকরাইল এলাকায় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ...

সম্পর্কিত নিউজ

সোহরাওয়ার্দী উদ্যান যেন মাদকসেবীদের স্বর্গরাজ্য

এক সময় এই স্থান ছিল ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব। পরে পরিণত হয়, দেশের জাতীয়...

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান...

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত 

সোহরাওয়ার্দী  উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এফ...