নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।
পানচাষি আবুল হোসেন জানান, সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান আনেন তাঁরা। এরপর দুজনে মিলে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর লেগুনা নিয়ে বাড়ি ফেরার পথে নাটোর বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁদের গতিরোধ করে।
ওই সময় পুলিশ পরিচয়ে তাঁদের বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা ব্যবসায়ী বেল্লাল এক ছিনতাইকারীর ছবি তুলে রাখেন বলে জানান তিনি।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি মাধ্যম পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।