রবিবার, ১৮ মে, ২০২৫

ঈদে পর্দা কাঁপাতে আসছে ‘তাণ্ডব’, শাকিব খানের টিজারে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

বিনোদন ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

এই কোরবানির ঈদে বাংলা সিনেমার বড় চমক হয়ে আসছে ‘তাণ্ডব’। ঢালিউডের মেগাস্টার শাকিব খান ও হিট নির্মাতা রায়হান রাফি একসঙ্গে যেকোনো প্রজেক্টে নাম লেখালে সেখানে উত্তেজনার ঘূর্ণি যে তৈরি হবে, তা বলাই বাহুল্য। ঠিক তেমনটাই ঘটছে। রোববার (১৮ মে) প্রকাশ পেল ‘তাণ্ডব’- সিনেমার টিজার, আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড়।

শাকিব খান নিজেই টিজারটি উন্মুক্ত করেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। পোস্টে লেখেন,
“সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

প্রচারণার এই ঢেউয়ে দর্শকদের আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে যায়। হাই-অকটেন অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর টিজারে উঠে আসে একটি ভয়াবহ দৃশ্যপট—মুখোশ পরা এক দল অস্ত্রধারী গ্যাং একটি ভবনে প্রবেশ করে, সেখানে থাকা সবাইকে জিম্মি করে ফেলে। মনে হচ্ছে সেটি কোনো সংবাদমাধ্যম বা টেলিভিশন চ্যানেলের অফিস। সেই ভবনে পরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী, শুরু হয় মুখোমুখি লড়াই।

টিজারের পটভূমিতে ভয়াল বার্তা শোনা যায়—”তাণ্ডব আসছে, সবাই ঘরে অবস্থান করুন!” এরপরই ধীরে ধীরে দেখা মেলে গ্যাংয়ের নেতার মুখ। মুখোশ খুলে বেরিয়ে আসেন শাকিব খান। তার চোখেমুখে প্রতিশোধ আর বিষাদের এক নিঃশব্দ যুদ্ধ। পাশাপাশি এক ঝলকে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

টিজারের শেষভাগে উঁকি দেয় আরেক চমক—মাত্র ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে থাকছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ।

এমন টানটান উত্তেজনার টিজার প্রকাশের পর থেকেই শাকিবভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। নেটদুনিয়ায় অনুরাগীরা বলছেন, “দুর্দান্ত টিজার, শাকিব খান সবার সেরা। এবার ঈদে তাণ্ডব নিশ্চিত!”

এর আগে ১৭ মে বিকেলে শাকিব খান তার ফেসবুক পেজে ‘তাণ্ডব’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০-এ! সেই ‘বিনাশের’ পূর্বাভাস নিয়েই হাজির হলেন তিনি।

সিনেমার পটভূমি ঘিরে এরই মধ্যে উঠেছে নানা জল্পনা-কল্পনা। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ জানিয়েছে, ‘তাণ্ডব’-এর গল্প এগিয়ে যাবে একটি টেলিভিশন চ্যানেলে সংগঠিত এক হামলার ঘটনাকে কেন্দ্র করে। এই থ্রিলারধর্মী গল্পের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক রায়হান রাফি এবং আদনান আদিব খান।

‘তাণ্ডব’ সিনেমার শুটিং, শেষ ধাপে রয়েছে। গত শুক্রবার ছবির গানের শুটিং ও কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের জন্য শ্রীলঙ্কা পাড়ি জমিয়েছেন শাকিব খান, সহশিল্পী সাবিলা নূর ও টেকনিক্যাল টিমের সদস্যরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর ‘তুফান’ দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন রায়হান রাফি ও শাকিব খান। সেই জুটি ফের একসঙ্গে কাজ করায় দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। আর টিজার দেখেই স্পষ্ট—এই ছবি শুধু ঈদের ‘বিনোদনের অংশ’ নয়, বরং এটি হতে চলেছে শাকিব খানের ক্যারিয়ারের এক নতুন মোড়।

এবারের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে ‘তাণ্ডব’। যত দিন যাচ্ছে, দর্শকের আগ্রহের পারদ ততই চড়ছে। টিজারেই যদি এমন ‘তাণ্ডব’ হয়, তবে পুরো সিনেমা কতটা বিস্ফোরক হবে—সেটাই এখন বড় প্রশ্ন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, এর কোনো সীমা নেই: ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একই সঙ্গে প্রতিবেশি দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদের কোনো 'নির্দিষ্ট সময় সীমা নেই' বলেও জানানো...

করিডর ও বন্দর ইস্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা সিপিবির

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ২৩ ও ২৪ মে দুই...

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর...

আমাদের পারস্পারিক বাণিজ্যে ভারতের পাল্লা ভারী:বাণিজ্য উপদেষ্টা

ভারত যদি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কোনো বিধিনিষেধ আরোপ করে থাকে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বাণিজ্য মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা...

সম্পর্কিত নিউজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, এর কোনো সীমা নেই: ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একই সঙ্গে প্রতিবেশি দুই দেশের...

করিডর ও বন্দর ইস্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা সিপিবির

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে...

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির...