কর্নেল সফিয়াকে “সন্ত্রাসীদের বোন” বলার পর, এবার বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আরেক জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষ। রোববার (১৮ মে) উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! চারদিক থেকে ভারত ঘেরা দেশটি আমাদের ওপর নির্ভরশীল। আকাশ, পানি, ব্যবসা-বাণিজ্য—সবই ভারতের হাতে। তারা এটা বোঝা উচিত, ভারতের বিরুদ্ধে গেলেই টিকে থাকা সম্ভব নয়।
এদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) নতুন নির্দেশনায় জানিয়েছে—এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য শুধু কলকাতা ও নব সেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে এসব পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে—ফলমূল মিশ্রিত পানীয়, কার্বোনেটেড ড্রিংকস, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তুলার বর্জ্য, পিভিসি ও প্লাস্টিক সামগ্রী (শিল্পজাত কাঁচামাল ব্যতীত), কাঠের আসবাবসহ আরও কিছু ভোগ্যপণ্য।
বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরগুলোতে এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে। তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও পাথরচূর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্য এই তালিকার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।