রবিবার, ৬ জুলাই, ২০২৫

ঈদে কোরবানির গরুর গাড়ি শুধু হাটে প্রবেশ করতে পারবে, বাল্ক চলাচলে কড়াকড়ি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট ও জনদুর্ভোগ এড়াতে কোরবানির পশুবাহী গাড়ি চলাচল এবং শিল্প-কারখানার কার্যক্রমে নতুন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, কোরবানির পশুবাহী গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় দাঁড় করানো যাবে না। গাড়ি সরাসরি নির্ধারিত পশুর হাটের মধ্যে প্রবেশ করতে হবে।

তিনি বলেন, “পথে গরুর গাড়ি থামিয়ে ট্রেড করার সুযোগ দেওয়া হবে না। এতে যানজট বাড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তাই সবার দায়িত্ব, গরুর গাড়ি সরাসরি হাটে প্রবেশ করুক, রাস্তায় যেন না নামে।”

তিনি আরও জানান, প্রতিটি পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে ৭৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও হাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এদিকে ঈদের আগে-পরে যানজট নিয়ন্ত্রণে বাল্ক ট্রান্সপোর্ট (বৃহৎ আকারের মালবাহী ট্রাক) চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উপদেষ্টা বলেন, “ঈদের আগে ও পরে তিনদিন, এমনকি রাতেও বাল্ক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পণ্য পরিবহনকারী যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।”

শ্রমিকদের ঈদ উপলক্ষে প্রাপ্য বোনাস ও বেতন নিয়েও সরকারের কড়া অবস্থান তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, এ মাসের মধ্যেই সকল গার্মেন্টস শ্রমিকদের বোনাস প্রদান করতে হবে। বেতন পরিশোধের সময়সীমা নির্ধারণ করে তিনি বলেন, “পহেলা জুন থেকে ৩ জুনের মধ্যে গার্মেন্টস মালিকদের শ্রমিকদের বেতন পরিশোধ সম্পন্ন করতে হবে।”

সড়কে অযাচিত ভোগান্তি সৃষ্টির বিষয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, “অযৌক্তিক দাবি আদায়ের নামে কেউ যেন রাস্তা অবরোধ না করে। এ ধরনের কর্মসূচি জনগণের ভোগান্তির কারণ হয় এবং তা সহনীয় নয়।”

এমন বাস্তবতায় ঈদের সময় ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোর নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রের, ৩৭% শুল্কের চ্যালেঞ্জে বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে কম, বরং বাণিজ্য ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই তাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ— এমনটাই জানিয়েছেন ওয়াশিংটনভিত্তিক...

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হাইপারসনিক মিসাইল হামলা!

ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইরানের সরকারি সংবাদ সংস্থা...

আবু সাঈদ-মুগ্ধরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেননি: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা...

আমাদের চাওয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া, এটি দলীয় এজেন্ডা। আর এটাকে ষড়যন্ত্র...

সম্পর্কিত নিউজ

গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রের, ৩৭% শুল্কের চ্যালেঞ্জে বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে কম, বরং বাণিজ্য ও...

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হাইপারসনিক মিসাইল হামলা!

ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা...

আবু সাঈদ-মুগ্ধরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেননি: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ...