কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি বিভাগে অতিদ্রুত শিক্ষক নিয়োগের জন্য মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের রোড ম্যাপ দেওয়ার আল্টিমেটাম দেন তারা।
বুধবার (২১ মে) বেলা সাড়ে এগারোটার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি করা হয়।
মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন,’বিভাগের শিক্ষক সংকট নিয়ে আমরা ডিন স্যারের সাথে কয়েকবার কথা বলেছি কিন্তু ওনারা কোন পদক্ষেপ নিচ্ছে না ওনাদের বলতে চাই আপনারা আমাদের মা বাবা তুল্য আপনারা এভাবে আমাদের সমস্যা এড়িয়ে যাবেন না। আমরা দ্রুত আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ চাই।’
ফার্মেসি বিভাগের আরেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, ‘আমাদের বিভাগে কাগজে কলমে বারোজন শিক্ষক থাকলেও বিভাগে আছেন মাত্র পাঁচজন। তার মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন বলা যায় মাত্র চারজন শিক্ষক ক্লাস নেন, যাদের ভাগে প্রত্যেকটা ব্যাচের দুইটা করে কোর্স থাকে। এজন্য আমরা সেশন জটে পড়ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমাদের বিভাগে যাতে অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হয়।’
উল্লেখ্য, কুবির ফার্মেসি বিভাগে মোট বারো জন শিক্ষকের মধ্যে সাত জন শিক্ষক শিক্ষা ছুটিতে আছেন যার কারণে মাত্র পাঁচ জন শিক্ষক নিয়ে চলছে বিভাগটি।