লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৭ জন নারী ও চার শিশু রয়েছে।
বুধবার ( ২১ মে ) রাতে তাদের আটকের পর স্থানীয় বিজিবি ক্যম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনবিজিবির ধবলসতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছেে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।