জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
রিজভী বলেন,রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নেই। মানবিক করিডরের নামে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেই ষড়যন্ত্রের অংশীদার হয়ে পড়েছেন।তিনি অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চলছে।
বিএনপি নেতার দাবি, ড. খলিলুর রহমানের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি স্বরূপ। এজন্য তিনি অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।
এ সময় রিজভী আরও বলেন,কিছু উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তারা সরকারকে ভুল পথে চালিত করছেন এবং অপ্রাসঙ্গিক সংঘাত সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করছেন।
তিনি ইশরাক হোসেনকে নিয়ে সাম্প্রতিক আদালতের রায়কে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেও উল্লেখ করেন।
রিজভীর মতে, সরকার বিএনপির নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে হস্তক্ষেপ করছে এবং জনমতকে উপেক্ষা করে কিছু বিতর্কিত উপদেষ্টার কথায় সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।