পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ মাঠে নামতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত মৌসুমে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করা মিরাজ এবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামছেন লাহোর কালান্দার্সের হয়ে।
দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এবং এরইমধ্যে অনুশীলনেও অংশ নিয়েছেন। প্লে-অফ পর্বে খেলতে টাইগার এই অলরাউন্ডারকে উড়িয়ে নিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। মাঠে নামার আগে মিরাজ জানিয়েছেন, দলের অংশ হতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত।
প্রথম প্রতিক্রিয়ায় মিরাজ বলেন,কালান্দার্স দলকে নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমিও এখন এই দলের অংশ। তারা আমাকে সুযোগ দিয়েছে। আমি সবসময় ভালো জায়গায় বল করার চেষ্টা করি যাতে ব্যাটাররা চাপে পড়ে। টি-টোয়েন্টি ক্রিকেট হলো বাউন্ডারির খেলা। আমি যত বেশি সম্ভব বাউন্ডারি মারার চেষ্টা করি।
লাহোর শহরের আবহাওয়ার কথা বলতে গিয়ে মিরাজ জানান, এখানে একটু গরম, তবে আমি উপভোগ করছি। পাকিস্তানে এর আগে কখনো কোনো ঘরোয়া লিগে খেলেননি এই অলরাউন্ডার। ফলে পিএসএলের এই অভিষেক তার জন্য বিশেষ কিছু।
এদিকে, স্বল্প সময়ে দলের সঙ্গে যোগ দিতে রাজি হওয়ায় মেহেদী হাসান মিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তিনি বলেন, মিরাজ অসাধারণ একজন প্রতিভাবান খেলোয়াড়। এমন সময়ে তাকে পাওয়া আমাদের জন্য বড় পাওয়া।
আজ মাঠে নামলেই পিএসএলে অভিষেক হবে মেহেদী হাসান মিরাজের। তার পারফরম্যান্সের দিকেই এবার নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।