গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ মে) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ৯ মে রাতে মাদ্রাসার আবাসিক এলাকা বালাদিল আমিন-এর ছাত্র প্রতিনিধিরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,আল ফালাহ ছাত্রাবাসে গাঁজা রাখা হয়েছে। রাত আনুমানিক ১২টার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আর রাফি ইসলামের টেবিল বক্সে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি জানায়, সে গাঁজাটি কিনেছে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের কাছ থেকে। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন অপর শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ফাহিম।
ঘটনার পর ছাত্র প্রতিনিধিরা বিষয়টি মাদ্রাসা প্রশাসনকে অবহিত করে। প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায় এবং তিন শিক্ষার্থী—আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম ফাহিম ও মোহাম্মদ আর রাফি ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন,শিক্ষার্থীদের নৈতিকতা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। মাদ্রাসার সুনাম রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় হোস্টেল পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান দুঃখ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই মাসের মধ্যে ‘আল ফালাহ’ হোস্টেল বন্ধ করে দেওয়া হবে।