সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করছে। তাদের এই প্রচারণার লক্ষ্য—জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্কে ফাটল ধরানো।
সেনাবাহিনী তাদের পোস্টে আরও উল্লেখ করে, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”
পোস্টটির সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবিও যুক্ত করে দেখানো হয়, যা কোনোভাবেই সশস্ত্র বাহিনীর অফিসিয়াল উৎস থেকে প্রকাশিত নয় বলে জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে যারা জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। তাই সামাজিক মাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই-বাছাই করে নেওয়ার ওপর জোর দেন তারা।
সেনাবাহিনীর এমন উদ্যোগের উদ্দেশ্য একটাই—গুজবের ছোবল থেকে জনগণকে রক্ষা করা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা।