কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আকবরনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন পথচারী, আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে ঢুকে পড়ে। এ সময় বাজারে আসা কয়েকজন ক্রেতা ও অটোরিকশার যাত্রী ট্রাকটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং অন্তত পাঁচ জন গুরুতর আহত হন।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির বাসিন্দা হালিম মিয়া (৬০)। নিহত দুজনই সকালবেলা বাজার করতে এসেছিলেন বলে জানা গেছে।
ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ও ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ট্রাকটির ব্রেক ফেল করেছিল, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, আকবরনগর বাজার এলাকায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে অতিরিক্ত গতির ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের চলাচল অনেকটা অনিয়ন্ত্রিত। তারা এই দুর্ঘটনার পর এলাকাটিতে একটি ট্রাফিক পয়েন্ট এবং স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
দুই প্রিয়জনের প্রাণহানিতে শোকাচ্ছন্ন কালিকাপ্রসাদ ইউনিয়নের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই দুর্ঘটনার যথাযথ বিচার ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।