ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি বলেছেন,‘বিচার ও সংস্কার না করে ইউনূস সরকার চলে গেলে বা নির্বাচনের দিকে গেলে দেশে অচিরেই গৃহযুদ্ধ লাগবে।’
শনিবার (২৪ মে) সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
ওসমান বিন হাদি বলেন, ‘আমরা আবারও জাতীয় সরকারের দাবি করছি। যেখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার করতে হবে। আগামী একটা বছর, এখনো জাতীয় সরকার করার মেয়াদ শেষ হয়ে যায়নি। এটাতে যদি বিএনপি-জামায়াত বা অন্য কেউ অসহযোগিতা করে, তাহলে তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।’
এছাড়া তিনি বলেন, ‘আগামী একটা বছর জাতীয় সরকারের মাধ্যমে আমরা বিচার, মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন করতে চাই। জাতীয় সরকার না হলে জাতীয় ঐক্য কাউন্সিল করেন। যার প্রধান থাকবেন ড. ইউনূস। আর প্রতিটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি থাকবে। যারা মন্ত্রী বা উপদেষ্টা হবেন না। কিন্তু ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন। প্রতিটি বিষয়ে কথা বলতে পারবেন। এটা যদি করতে না পারেন, অথবা মৌলিক সংস্কার না করে ইউনূস চলে যান বা নির্বাচনের দিকে যান, তাহলে অচিরেই দেশে গৃহযুদ্ধ লাগবে। যার প্রধান দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপি ও এনসিপির বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি।