অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দিয়েছে। হঠাৎ করেই তাঁর এমন সিদ্ধান্ত নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে আজ শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন অধ্যাপক ইউনূস নিজেই। উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের ১৯ জন সদস্য। সম্মেলন কক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি দেখা গেছে, যা সকল উপদেষ্টার উপস্থিতির ইঙ্গিত দেয়।
জানা গেছে, এ বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না। এর আগে সকাল ১১টায় একই কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ একনেক সভা শেষ হয়, যেখানে দশটি নতুন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপরই শুরু হয় এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক।
অন্যদিকে, আজ সন্ধ্যায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট এবং নির্বাচনকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।