পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ জনের একটি বহর। যেখানে রয়েছে মোট চার জন ক্রিকেটার। তবে বাকি দল পাকিস্তানে যাবে সোমবার (২৬ মে)।
বাংলাদেশের যে ১০ জনের বহর পাকিস্তানে পৌঁছেছে তাদের মধ্যে ক্রিকেটার রয়েছেন— হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ।
পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তিনটি ম্যাচ হবে। পূর্বের সূচি অনুযায়ী, ২৫ মে থেকে পাঁচ ম্যাচের পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল পিছিয়ে গেলে পিছিয়ে যায় এই সিরিজও। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা আপত্তি জানালে দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে শেষপর্যন্ত তিন ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ মে। একদিন বিরতি দিয়ে ৩০ মে হবে দ্বিতীয় ম্যাচ। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন।
আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর মানসিকভাবে একটু পিছিয়ে আছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাইতে চাইবে টাইগাররা।