শুরুটা ছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে কেন্দ্র করে। এরপর সেখানে যুক্ত হলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। তবে এই দুই জায়ান্টকে সরিয়ে জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজকে দলে নেয়ার লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। মার্সেসাইডের ক্লাবটির সঙ্গে উঠতি এই তারকার দলবদলের বিষয়ে মৌখিক চুক্তিও হয়েছে, এমনই খবর ভাসছে ইউরোপের গণমাধ্যমগুলোতে।
ভির্টজকে দলে নিতে অবশ্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলের। লেভারকুসেন জার্মান তরুণের জন্য ১৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে। চুক্তি সম্পন্ন করতে সেই পরিমাণ অর্থই দিতে হতে পারে অলরেডদের।
আর এমন কিছু হলে লিভারপুল এবং জার্মানি দুই দিক থেকেই ইতিহাস গড়তে চলেছেন ভির্টজ। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ দলবদলের রেকর্ড বর্তমানে উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের। বেনফিকা থেকে এই স্ট্রাইকারকে দলে নিতে ৮৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল ক্লাবটি।
ভির্টজের জন্য আপাতত ১২৬ মিলিয়ন প্রস্তাব করা হয়েছে লিভারপুলের পক্ষ থেকে। স্বভাবতই তাই অলরেডদের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন এই জার্মান মিডফিল্ডার।
স্কাই ইতালিয়ার খবর বলছে, এরইমাঝে বায়ার লেভারকুসেনকে ভির্টজ নিশ্চিত করেছেন, কেবলই লিভারপুলের দিকে নজর তার। অন্য কোনো ক্লাবের দিকে নজর নেই। সেই মতেই লিভারপুল এবং বায়ার লেভারকুসেন চুক্তির পথে এগোচ্ছে বলেও খবর এসেছে।